ক্ষতিগ্রস্ত চাষিদের বীজ ও সার দেবে সরকার: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক:: বন্যায় ক্ষতিগ্রস্ত সবজি চাষিদের পরবর্তীতে রবি শস্য আবাদে সরকার বিনামূল্যে বীজ ও সার দেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, বন্যায় এ পর্যন্ত যতটুকু ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়ার জন্য সরকার খুবই তৎপর এবং এ ব্যাপারে তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। আমাদের পর্যাপ্ত বীজ আছে। যদি বীজতলা নষ্ট হয়ে যায়, নতুন করে আবার বীজতলা আমরা করব।

আব্দুর রাজ্জাক আরও বলেন, এখন কোনো মেজর ফসল নেই। তবে বাংলাদেশে এ সময়ে তো বন্যা দীর্ঘস্থায়ী হয়। তাহলে আমনের একইটাই সম্ভাবনা রয়েছে ক্ষতি হওয়ার। তারপর আউশও ক্ষতি হচ্ছে। এগুলো দেখে আমরা পুর্নবাসন কর্মসূচি…।

কৃষিমন্ত্রী বলেন, আমাদের ১১ লক্ষ হেক্টর জমিতে আউশ আছে। সেখানে আমাদের ৫০ হাজার হেক্টরের মতো আক্রান্ত হয়েছে। কাজেই এখনো ওইরকম কোনো ক্ষতি হয়নি।

আঞ্চলিক আন্তঃসরকার সংস্থা সাউথ এশিয়া কো অপরেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম আয়োজিত এ অনুষ্ঠনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাইট্রোজেন দূষণ নীতি ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশের সময় বন্যা নিয়ে কথা বলেন মন্ত্রী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *