সিলেটে বন্যার্তদের পাশে ভোক্তা অধিদপ্তর

নিউজ ডেস্ক:: ভয়াবহ বন্যার কবলে পুরো সিলেট বিভাগ। এ অবস্থায় সরকারের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, সংগঠন ও সংস্থা সিলেটে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসছে। অনেকে ব্যক্তিগত পক্ষ থেকেও করছেন সহায়তা।

এরই ধারাবাহিকতায় সিলেটে বন্যাকবলিতদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরটির পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে ভোক্তা অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, সোমবার (২০ জুন) সকালে সারাদেশের মোট ৯৪ জন কর্মকর্তার পক্ষে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের হাতে সহায়তার এ অর্থ তুলে দেন সিলেট বিভাগের উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম।

এসময় তিনি জানান, ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত মানুষের সাহায্যে নিজেদের বেতনের টাকা থেকে এ অর্থ প্রদান করেছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *