গোলাপগঞ্জে নির্বাচন পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নিউজ ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে । বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। নিরবিচ্ছিন্নভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এদিকে ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসন। সিলেটের জেলা প্রশাসক মো. মুজিবর রহমান ও পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং দায়িত্বরত সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: মাহফুজ আফজাল, গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ উপস্থিত ছিলেন।

সকাল থেকে উপজেলার বরায়া উত্তরভাগ মাদ্রাসা, বরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়,  এমসি একাডেমিসহ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন তারা।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ১০০ জন । উপজেলার ১০২টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন ।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা সাইদুর রহমান জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছন্নভাবে ভোটগ্রহণ চলবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *