কর অঞ্চল সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কর অঞ্চল সিলেটের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল মঙ্গলবার বিকেলে নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মো. এহসানুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার মো. রাশেদুল আলম, কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার মো. মর্তুজা শরীফুল ইসলাম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়।

উপ কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো. আবু সাঈদের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত করেন মাওলানা ওলিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মো. এহসানুল হক বলেন, মাহে রমজান আমাদেরকে আত্মসুদ্ধির শিক্ষা দেয়। পবিত্র কোরআন নাযিলের এই মাসে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত বন্দেগি করা উচিত।

দোয়া ও ইফতার মাহফিলে কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ও কর অঞ্চল সিলেটের কর্মকর্তা কর্মচারী এবং সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *