ইউক্রেন দিয়েই ইউরোপে গ্যাস সরবরাহ করবে রাশিয়ার গ্যাজপ্রম

আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের জানিয়েছে, ইউরোপীয় ভোক্তাদের অনুরোধে তারা ইউক্রেন দিয়েই ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত রাখছে। বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রোববার এক বিবৃতিতে গ্যাসপ্রম জানায়, ১৭ এপ্রিল পর্যন্ত ইউরোপীয় গ্রাহকদের কাছ থেকে তারা ৫৭ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহের অনুরোধ পেয়েছেন।

প্রসঙ্গত, ইউক্রেন সংকট নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হওয়ার পরও ইউরোপে গ্যাস রফতানি অব্যাহত রেখেছে রাশিয়া।

বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস কোম্পানি গ্যাজপ্রম ইউরোপের মোট গ্যাসের ৪০ শতাংশ সরবরাহ করে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *