বাংলা একাডেমির বইমেলায় শ্রুতি ‍সিলেট’র পরিবেশনা

বাংলা একাডেমির আমন্ত্রণে আবৃত্তি পরিবেশন করেছে আবহমান বাংলার ঐতিহ্য লালিত সাংস্কৃতিক সংগঠন শ্রুতি সিলেট।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় একুশের বইমেলার মূলমঞ্চে জননী জন্মভূমি আবৃত্তি প্রযোজনার পঞ্চম প্রদর্শনীতে অংশ নেয় সংগঠনটি।

আবৃত্তি প্রযোজনা এবং নির্দেশনায় ছিলেন আবৃত্তিশিল্পী এবং সংগঠক সুকান্ত গুপ্ত। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আমার পরিচয় অবলম্বনে আবৃত্তি প্রযোজনায় উঠে এসেছে আবহমান বাংলার সংস্কৃতির ঐতিহ্যবাহী পরম্পরা।

আবৃত্তি প্রযোজনায় অংশ নেয় ইকবাল সাই, প্রমা দেবী স্বর্ণা, শ্রীরাধা দাশ কৃপা, চপল কুন্ডু,  ফারিহা তাহসিন প্রিমা, অর্চিতা ভট্টাচার্য, স্রোতস্বিনী স্নেহা, অধরা দাশ শশী, প্রীতম চন্দ, ঐশ্বর্য কুন্ডু শ্রেয়া, সপ্তক গুপ্ত প্রমুখ।

এছাড়া বন্ধু সংগঠন তারুণ্যের উচ্ছাসের সুহৃদ সম্মিলনে শ্রুতি সিলেট অংশগ্রহন করে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *