এরদোগানের জয়ের পথে বাধা হতে পারে যেসব ইস্যু

ইকোনোমিক টাইমসে লেখা ডেভিড গার্ডনেরার একটি বিশেষ নিবন্ধে এসব বিষয় তুলে ধরা হয়েছে।

রাশিয়ার আদলে তুরস্কে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রেসিডেন্ট এরদোগানকে অসীম ক্ষমতা দেওয়া হয়। সীমাহীন ক্ষমতা পেয়ে এরদোগান বেপরোয়া হয়ে উঠেন। তিনি একেপির সহ-প্রতিষ্ঠাতাদের কোনঠাঁসা করে রেখেছেন। দেশের প্রথিতযশা অর্থনীতিবিদদের মূল্যহীন করে রেখেছেন। এরদোগানের রাষ্ট্রনীতি ও রাজনীতিতে ভুল ধরবে এমন কোনো সমালোচককে আশপাশে রাখেননি তিনি।

এরইমধ্যে গত অক্টোবরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ১০ জন রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দেন এরদোগান। যেটি ন্যাটোভূক্ত তুরস্ককে পশ্চিমা দেশগুলো থেকে অনেকটা বিচ্ছিন্ন করে ফেলে। পশ্চিমা দেশগুলোর হুমকির মুখে পড়েছে তুরস্ক।

কিন্তু এরদোগান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর নীতি প্রণয়ন করতে পারেননি। মুদ্রাস্ফীতি কমানোর বদলে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে লিরার দরপতন কমেনি।

এসব কারণে এরদোগান শাসনের বিরোধীরা এবার আশাবাদী হয়ে উঠেছেন।  এরদোগানকে ফেলে দিতে এবং তুরস্কে নিজস্ব স্টাইলে সংসদীয় গণতন্ত্র পূণরায় ফিরিয়ে আনতে সক্ষম হবেন তারা।

আগামী বছরের জুনে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন হবে। ২০০২ সাল থেকে তুরস্কে ক্ষমতাসীন একেপি পার্টি নির্বাচন সামনে রেখে নতুন নীতি অনুস্মরণ করছে। তারা নিজেদেরকে নব্য-ইসলামিস্ট শক্তি হিসেবে নিজেদের আবির্ভূত করেছে।  বিরোধীদের সেক্যুলার হিসেবে আখ্যা দিয়ে তাদের রাজনৈতিক বৈধতা দিতে অপ্রস্তুত একেপি। এরদোগানের এই নীতি আগামী নির্বাচনে ভুল বলে প্রমাণিত হবে বলে নিবন্ধে বলা হয়েছে।

এরদোগান আদালতের ঘাড়ে বন্দুক ধরে আবারও ক্ষমতায় আসতে চাইছেন। এ কারণে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টায় আছেন তিনি। বিরোধী দলের নেতাদের গ্রেফতার করা হচ্ছে। ২০১৫ সালের নির্বাচনে একেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া থেকে বঞ্চিত করা প্রো-কুর্দিস এইচডিপি দলের নেতাকে বন্দি করা হয়েছে।

এরদোগান একেপিকে এ যুগের সফল ক্ষমতাসীন দলে পরিণত করেছেন ঠিকই কিন্তু নিজেকে বিতর্কিত রাজনীতিবিদে পরিণত করেছেন।  তার রাজনৈতিক মৃত্যু ঘটছে বলে তুর্কির বিরোধীরা মনে করছেন।

বিরোধীরা একজোট হয়ে একজন যোগ্য প্রার্থী দাঁড় করাতে পারলে এরদোগানের পতন অনিবার্য বলে মনে করছেন তুরস্কের রাজনৈতিক পর্যবেক্ষকরা। বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন, ‘তুরস্ক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পটপরিবর্তনের দ্বারপ্রান্তে।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *