দলেই সুযোগ হচ্ছিল না যার সেই ব্যাটার করলেন জোড়া শতক

স্পোর্টস ডেস্ক :: সিডনি টেস্টে এখন ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ভরসা উসমান খাজা। অথচ গত আড়াই বছর ধরে দলেই সুযোগ হচ্ছিল না তার। করোনার কারণে ট্রাভিস হেড ছিটকে যাওয়ায় এবার ঠাঁই পেলেন একাদশে। আর সুযোগ পেয়েই ভেলকি দেখালেন।

আড়াই বছর পর টেস্ট খেলতে নেমেই জোড়া শতক হাঁকালেন পাকিস্তান বংশোদ্ভূত এই অসি তারকা ব্যাটার।

একেবারে একাদশে নিজের অবস্থান হয়তো পাকাপোক্ত করে নিলেন খাজা।

প্রথম ইনিংসে ২৬০ বলে ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন খাজা। তৃপ্ত হননি তিনি।  খেলেছেন ১৩৮ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস।

তার ইনিংসে ভর করে দারুণ এক অবস্থানে দাঁড়িয়েছে স্বাগতিকরা। ৩৮৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছেন প্যাট কামিন্স।

বড় লিডকে তাড়া করতে নেমে চতুর্থ দিন ১১ ওভারে বিনা উইকেটে ৩০ রান তুলেছে ইংল্যান্ড। ২২ রানে অপরাজিত আছেন জ্যাক ক্রলি, হাসিব হামিদ অপরাজিত ৮ রানে।

প্রথম ইনিংসে আট উইকেটে ৪১৬ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে বেয়ারস্টোর সেঞ্চুরির পরও ২৯৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

 

বৃষ্টিবিঘ্নিত প্রথম সেশনে ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিলেন বোল্যান্ড, মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিন। অভিষেক টেস্টে মাত্র সাত রানে ছয় উইকেটের অবিশ্বাস্য কীর্তির পর সিডনিতে নিজের প্রথম ১৯ বলেই দুই উইকেট তুলে নেন বোল্যান্ড। ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে ফেরান শূন্য রানে। ৩৬ রানে চার উইকেট হারানো দলকে কক্ষপথে ফেরান বেয়ারস্টো ও বেন স্টোকস। পঞ্চম উইকেটে দুজন গড়েন ১২৮ রানের জুটি।

একবার স্ট্যাম্পে বল লেগেও বেল না পড়ায় অবিশ্বাস্যভাবে বেঁচে যাওয়া স্টোকসকে শেষ পর্যন্ত ৬৬ রানে থামিয়ে এই জুটি ভাঙেন নাথান লায়ন। তবে বেয়ারস্টোর মনোসংযোগে তাতে চিড় ধরেনি। সপ্তম উইকেটে মার্ক উডকে (৩৯) নিয়ে ৭২ রান যোগ করা বেয়ারস্টো দিনের শেষ ওভারে তুলে নেন ক্যারিয়ারের সপ্তম টেস্ট শতক। এবারের অ্যাশেজে এটাই কোনো ইংলিশ ব্যাটারের প্রথম সেঞ্চুরি। প্রথম তিন টেস্ট হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে ইংল্যান্ড।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *