উপশহর মাদ্রাসায় লায়ন্স ক্লাব সিলেট’র শিক্ষা সামগ্রী, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ

অক্টোবর মাস ব্যাপী আন্তর্জাতিক লায়ন সেবা উপলক্ষে লায়ন্স ক্লাব অব  সিলেট নেতৃবৃন্দ মঙ্গলবার (৫ অক্টোবর) দিবাগত রাত ৮ টায় মহানগরীর শাহ জালাল উপশহর ডি-ব্লকে অবস্থিত জামেয়া হোসাইনিয়া আসআদুল উলুম নূরানী কির্ন্ডার গার্টেন ও হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, কোভিড-১৯ মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে মাদ্রাসায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা লায়ন্স ক্লাব অব সিলেট এর প্রেসিডেন্ট লায়ন মো. মুহিতুর রহমান এম জে এফের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন আব্দুল্লাহ আল মামুন শ্যামনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার লায়ন মহি উদ্দিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ  হাজী ওয়াসিল আলী, লায়ন শিশু হাসপাতালের সাবেক চেয়ারম্যান লায়ন ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, লেখক সাংবাদিক বায়োজিদ মাহমুদ ফয়ছল ও রুহুল ইসলাম মিঠু, বিশিষ্ট সমাজসেবী খালিকুর রহমান, ক্লাবের পাষ্ট প্রেসিডেন্ট লায়ন আব্দুল হামিদ, তরুণ ব্যবসায়ী ও কমিউনিটি নেতা সুফিয়ান আহমদ, ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মো. মাহবুবুল হক, লায়ন হুমায়ুন কবির, লায়ন ফজলুল বাসিত বেলাল, লিয় দাইয়ান প্রমুখ।
গত ১লা অক্টোবর লায়ন্স ক্লাব অব সিলেট আনুষ্ঠানিকভাবে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ক্লাব নেতৃবৃন্দ।

গত ৩রা অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট লায়ন ৩১৫ বি-১ এর ডিস্ট্রিক গভর্নর সাহেনা রহমান এম জে এফের উপস্থিতিতে লায়ন হাসপাতাল হলরুমে ক্লাবের পক্ষ থেকে হাসপাতালের যাকাত ফান্ডের নগদ ২৫ হাজার টাকা একজন শিশু কিডনী রোগীকে চিকিৎসার জন্য সাহায্য দেওয়া হয়। এছাড়া ক্লাবের লায়ন আব্দুল হামিদের পক্ষ থেকে লায়ন্স ক্লাবের ফান্ডে আরো নগদ ২৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *