বিনোদন প্রতিবেদক:: স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. এবং গিগাবাইট বাংলাদেশ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো গিগাবাইট পার্টনার মিট।
গত ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার সন্ধ্যা ৭.৩০ টায় গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিল, দরগাহ গেইট, সিলেটে জাকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হয় গিগাবাইট পার্টনার মিট অনুষ্ঠান ।
উক্ত পার্টনার মিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর সম্মানিত ডিরেক্টর জনাব জাফর আহমেদ (ডিসট্রিভিউশন সেলস) , গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা এমডি আনাস খান, গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার মো: তানজীম চৌধুরি, রিজন্যাল সেলস ম্যানেজার রনি বনিক, সিলেট শাখার ব্যবস্থাপক মো: মনিরুজ্জামান, সিলেট শাখার সকল কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত পার্টনারগণ।
কমেন্ট