মৌলভীবাজারে সরকারি নিষেধাজ্ঞা পালনে জেলা প্রশাসনের বিভিন্ন অভিযান অব্যাহত

আমিনুর রশীদ রুমান-মৌলভীবাজার জেলা প্রতিনিধি:: মৌলভীবাজার জেলার শহরস্থ এস আর প্লাজার সম্মুখে সরকারি বিধি-নিষেধ অমান্য করে লুকিয়ে মোবাইল হ্যান্ডসেট এবং অন্যান্য সরঞ্জামাদি বিক্রি করার অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার ২৭শে জুলাই এস আর প্লাজা এবং আশেপাশের মার্কেট সংলগ্ন এলাকায় গোপন অভিযান পরিচালনা করা হয়।

এসময় একাধিক ব্যক্তিকে বিধি নিষেধ লংঘন করা অবস্থায় হাতেনাতে ধরা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম একাধিক ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ডে দণ্ডিত করেন।

উল্লেখযোগ্য যে, মৌলভীবাজার জেলার ঢাকা বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন প্রকার প্রাইভেট কারের মাধ্যমে বিধি-নিষেধ অমান্য করে ঢাকার উদ্দেশ্যে যাত্রী পরিবহন করা হয় এমন অভিযোগের প্রেক্ষিতে গত ২৬ জুলাই রাতে ৯.০০ ঘটিকা থেকে ১০.৩০ ঘটিকা পর্যন্ত বিশেষ অভিযান এবং রাত্রিকালীন টহল পরিচালনা করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *