সিলেটে নকল সোনার বারসহ ৩ প্রতারক গ্রেফতার করে র‍্যাব

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেটে নকল সোনার বারসহ র‍্যাবের জালে ধরা পড়েছে ৩ প্রতারক। সোমবার (১৯ জুলাই) সকালে দক্ষিণ সুরমা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)-৯।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এসএসপি সোমেন মজুমদার জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার হুমায়ন রশীদ চত্বর সংলগ্ন হোটেল আলী প্লাজার সামনে থেকে ২টি নকল সোনার বারসহ ৩ প্রতারককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের মৃত সোনাপর আলীর ছেলে আনহার মিয়া আনার, চাঁদপুর জেলার কচুয়া থানার খিলা ভূইয়া বাড়ি গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মো. আনিছুর রহমান (৫০) ও সিলেট নগরীর উত্তর বাগবাড়ী এলাকার মৃত মনিন্দ্র দাশের ছেলে বাবুল দাশ (৫৫)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন সেট, ৫টি সিম ও নগদ ৭ হাজার ৫৫ টাকা জব্দ করে র‍্যাব।

আভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর মেজর মো. মাহফুজ ও এএসপি সোমেন মজুমদার।

পরে উদ্ধারকৃত মালামালসহ ৩ প্রতারককে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেন ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *