সিলেটে করোনা ভয়ংকর রূপ: আরও ২ জনের প্রাণহানী

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেটে ভয়ংকর রূপ নিয়েছে করোনা। সেই সাথে হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর চাপ। এদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। এছাড়া সিলেটের অধিকাংশ হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা। সেই সাথে প্রতিদিনই করোনায় প্রাণহানী হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণহানী হয়েছে। সেই সাথে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৩৮৭ জন। এর মধ্যে ১৯১ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৩১ জন।

গত বছরের মার্চ থেকে এ বছরের ৬ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৪০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৩৭ জন রয়েছেন।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে তিনি উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২ জনের প্রাণহানী হয়। এরমধ্যে সিলেটের ১ জন ও হবিগঞ্জের আরও ১ জনের প্রাণহানী হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৮৭ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৯১, সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ৫৬ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৬ জনের করোনা সনাক্ত হয়। নতুন এই ৩৮৭ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৫৪ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ০৬৩ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ১৩৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৯২০ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ২৩৮ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩১ জন। এরমধ্যে সিলেট জেলার ১০১ জন, সুনামগঞ্জের ১২ জন, মৌলভীবাজারে আরও ১৮ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ২১৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৫০২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৪৮ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৫০ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ৩২ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ১ জন ও মৌলভীবাজারের আরও ১০ জন রয়েছেন। সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৪৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪২৬ জন। এরমধ্যে সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে আরও ১৯ জন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *