মৌলভীবাজারের পশ্চিমবাজার এলাকায় জেলা প্রশাসনের অভিযানে জরিমানা ও সাময়িক আটক

আমিনুর রশীদ রুমান-মৌলভীবাজার জেলা প্রতিনিধি:: মৌলভীবাজার জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিতে আজ ০২/০৭/২০২১ মৌলভীবাজার জেলায় মোট ২৩টি টিম নিয়োজিত ছিলো।

মৌলভীবাজার শহরের জনবহুল পশ্চিমবাজার এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে নিয়োজিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার ও ফয়সাল মাহমুদ ফুয়াদ এর ২টি টিম। দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করায় পশ্চিমবাজার এলাকায় ২৮ জন ব্যক্তিকে ১০,২০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ৷ এছাড়া, ৭ জন ব্যক্তিকে সাময়িকভাবে আটক করা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যবিধি প্রতিপালন করবেন এ অঙ্গীকার প্রদান করায় পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়৷

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তায় পশ্চিমবাজার এলাকায় নিয়োজিত ছিলো ব্যাটেলিয়ন আনসার এবং জেলা তথ্য অফিসের মাধ্যমে সচেতনতামূলক মাইকিং করানো হয়৷

পশ্চিমবাজার এলাকাসহ সারা শহরব্যাপী স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিতে সন্ধ্যা পর্যন্ত অভিযান চলবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *