মৌলভীবাজারে আইন লঙ্ঘনের দায়ে ভোক্তা অধিদপ্তরের জরিমানা ১০.০০০

আমিনুর রশীদ রুমান, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:: বৈদ্যুতিক তারের প্যাকেটের গাঁয়ের মূল্য ফেলা এবং অতিরিক্ত দামে বৈদ্যুতিক তার বিক্রয় করা-এমনি অভিযোগ এনে ইকবাল আহমদ রুবেল চৌমুহনাতে অবস্থিত নিউ জলি ইলেকট্রিক ষ্টোর এর বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগটি নিষ্পত্তির লক্ষে বাদী এবং বিবাদীর উপস্থিতিতে আজ ২৫/০৫/২০২১ খ্রি: তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের অফিস কক্ষে শুনানী অনুষ্ঠিত হয়। উক্ত শুনানীতে নিউ জলি ইলেকট্রিক ষ্টোর এর মালিক মো:কামরুজ্জামান উপস্থিত থেকে অভিযোগের দায় স্বীকার করে নেন। অভিযোগটির সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে নিউ জলি ইলেকট্রিক ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।

জরিমানার অর্থ নিউ জলি ইলেকট্রিক ষ্টোরের মালিক মো: কামরুজ্জামান তাৎক্ষণিক পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী জনাব ইকবাল আহমদ রুবেলকে জরিমানার ২৫%=২ হাজার ৫ শত টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *