নগরীতে মধ্যরাতে পানির জন্য রাস্তায় অবরোধ করে স্থানীয়রা

নিজস্ব  প্রতিবেদক :: সিলেট-তামাবিল রোডের শিবগঞ্জে মধ্যরাতে পানির জন্য রাস্তা অবরোধ করেছে স্থানীয়রা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলের সামনে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। এসময় তারা বিভিন্ন শুকনো বস্তু দিয়ে রাস্তার মধ্যখানে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।
জানা যায়, ৪/৫দিন থেকে নগরীর পশ্চিম সোনারপাড়া এলাকায় বন্ধ রয়েছে পানি সরবরাহ। পানি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন এ এলাকার মানুষ। দুর দুরান্ত থেকে পানি সংগ্রহ করে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন তারা। দীর্ঘ এ ভোগান্তিতে স্থানীয়রা  বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে।
বিক্ষোভকারী এক ব্যক্তি কাছ থেকে জানা যায়, ৪/৫ সপ্তাহ থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। কয়েক মাইল দুর থেকে পানি এনে ব্যবহার করছি।
অপর এক ব্যক্তি বলেন, পানির এ সমস্যা দীর্ঘ দিনের। দুই দিন পর পর এ সমস্যায় আমরা ভোগান্তিতে রয়েছি। তীব্র এ পানি সংকটে সিসিকের কোন দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যায় নি বলে তিনি জানান।
শিগগির দীর্ঘ দিনের এ সমস্যা সমাধানের জন্য সিসিকের প্রতি দাবি জানান বিক্ষোভকারীরা।
এদিকে রাত সোয়া ১২টা পর্যন্ত রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। এসময় নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
তবে রাস্তা অবরোধের ফলে রাস্তার দু-পাশে বেশ কিছু পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়তে দেখা যায়।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *