প্রধান শিক্ষক সমিতি সিলেট জেলার কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, সিলেট জেলা কাউন্সিল-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে উপস্থিত বিভিন্ন উপজেলা শাখার কাউন্সিলরদের প্রত্যক্ষ অংশগ্রহণে সভাপতি সালিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র তালুকদার ও সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার উদ্দিনকে নির্বাচিত করা হয়।

প্রধান শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার আহ্বায়ক সালিকুর রহমানের সভাপতিত্বে এবং সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা যুগ্ম আহ্বায়ক সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, সিলেট বিভাগের বিভাগীয় আহ্বায়ক অরুণ কুমার দাশ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রসিদ রেনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি মমতাজ বেগম মজুমদার, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিনা কর্মকার, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সমীরণ কিশোর দাস ও লিটন কুমার দাশ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন-সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বশিরুজ্জামান চৌধুরী। গীতাপাঠ করেন সিলেট সদর উপজেলা সহ-সভাপতি ননী গোপাল দাস। অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও স্বাধীনতার মাস উপলক্ষে দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। গান পরিবেশন করেন শিবানী রানী দে, শেলী সমাজপতি, বিউটি রানী দেব ও লাভলী রানী দেব।

কাউন্সিলপূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গণেশ পাল দীপু। সিলেট সদর উপজেলার শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে  বক্তব্য রাখেন-মহানগর নেত্রী অশোকা ভট্টাচার্য, সদর উপজেলা শাখার সহ-সভাপতি শীমূল আকতার, সহ সাধারণ সম্পাদক লাভলী রানী দেব, সাজেদা খাতুন, সাংগঠনিক সম্পাদক অপূর্ব কুমার দাস, কাবেরী রাণী দেবী, ঝুমা পাল। গোয়াইনঘাট উপজেলা শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল, উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি নুরুল আমিন, মো. নুরুল হুদা, বশিরুজ্জামান চৌধুরী, জেলা যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম আহমেদ মনছুর।

জৈন্তাপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক এবং জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জনাব মামুনুল ইসলাম মামুন, কানাইঘাট উপজেলা থেকে বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, বিয়ানীবাজার উপজেলা শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. মাসুদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার পক্ষ থেকে বক্তব্য রাখেন নমিতা রানী দাস। গোলাপগঞ্জ উপজেলা প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন নুরে আলম সিদ্দিকী।

জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- নিমেষ চক্রবর্তী, মো. শওকত আলী, দেবব্রত তালুকদার, মারিয়া খাতুন, ঝর্ণা রানী চক্রবর্তী, রিংকু রানী দাস, বেগম ফাতেমা রোজী,  আমিনা আজিজ খান, সীমা চৌধুরী, সুমনা ভৌমিক, পরেশ চন্দ্র দাস, শাপলা রানী দেবনাথ, সুভাষ রঞ্জন দাস, সুমনা চৌধুরী, বেলা রানী দাস, মো. ছায়েদুল হক, আল্পনা চৌধুরী, সাইদুর রহমান, পিয়ারা বেগম, এটিএস সায়েম, হুছনা বেগম, মো. ফয়সল আহমদ, মো. নুরুল ইসলাম, পঙ্কি চৌধুরী, মো. আতাউর রহমান, মো. আব্দুল্লাহ, জ্যোতি রানী মজুমদার, রানী বালা দেব, কেশব চন্দ্র নাথ, আহমদ মনসুর, ঝুমা রায়, মো. আব্দুস সামাদ, জুয়েলী খানম, রেখা দাস, শিল্পী রানী পাল প্রমুখ।

সভায় আগামী এক সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অরুণ কুমার দাশ বলেন, আমরা প্রধান শিক্ষকরা দেশের অন্যতম বড় পেশাজীবি সংগঠন। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কারিগর। তাই মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে সিলেট নবগঠিত কমিটি সংগঠনকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে বিশ্বাস করি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *