ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সিলেটে প্রগতিশীলদের বিক্ষোভ

লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত, মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার ৮ জনের মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দরা।

বুধবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক সাদিয়া নওশীন তাসনিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মতিউর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সাবেক সভাপতি রেজাউর রহমান রানা, ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সভাপতি সঞ্জয় কান্দ দাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ, ছাত্র ফ্রন্ট শাবিপ্রবি শাখার সভাপতি তৌহিদুজ্জামান জুয়েল প্রমুখ।

এসময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল এহসান ও কাজল দাস।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *