‘জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের পরিণাম শুভ হবে না’

সিলেট মহনগর বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল সিলেট মহানগর শাখার আহ্বায়ক ও সাবেক সিটি কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন বলেছেন, সাবেক প্রেসিডেন্ট জিয়ায়ুর রহামান বীর উত্তমের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সরকারী অপচেষ্টা প্রমান করে আওয়ামী বাকশালী, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান তারা দিতে জানে না। জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের পরিমান শুভ হবে না, এ দেশের ১৮ কোটি মানুষ তা পতিহত করবে।

তিনি বৃহস্পিতিবার সন্ধ্যায় নগরীর লোহাপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল করার প্রস্তাবের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে একথাগুলো বলেন।


মহানগর কৃষক দলের সদস্য সচিব এডভোকেট শাহ্ আশরাফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক আব্দুজ জব্বার তুতু, এডভোকেট এজাজ উদ্দিন, সাজন চৌধুরী, শেখ মো. সুমন, মোফাজ্জল হোসেন পিরু, সালেহ আহমদ গেদা, গিয়াস আহমদ, হাবিবুর রহমান, মো. আলী লাহিন, সদস্য আনোয়ার হোসেন, মো. মোশাররফ, আমির হোসেন-১, ময়নূল হক স্বাধীন, পারভেজ আহমদ, আমির হোসেন-২, সাকিল আহমদ খাঁন, সুমন আহমদ, আব্দুজ জব্বা মদই, আহাদুর রহমান মুন্না, রুম্মান আহমদ, মোশররফ আহমদ, এনাম রহমান, মহসিন রাজা, উকিল আলী, মুহিত হাসান, আহসান হাবিব, ফয়েজ আহমদ, দরছ মিয়া, আবুল বশর মেম্বার, মরম আরী, মনির উদ্দিন বাবুল, রেজওয়ান আহমদ, ইকবাল আহমদ, শামীম আহমদ, খন্দকার মুমিন, ছইদ আলী, সামির হোসেন-৩ প্রমুখ।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *