রংপুরে হিজড়াদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ 

রংপুর প্রতিনিধি:: সারাবিশ্বের মত এদেশেও করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি আকার ধারণ করায় সাধারণ খেটে-খাওয়া মানুষের পাশাপাশি বিপাকে পড়েছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়। এ অবস্থায়, খাদ্য সঙ্কটের মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছেন রংপুরের এই হিজড়া সম্প্রদায়। আর তাই দিনমজুর, রিকশাচালক-সহ বিভিন্ন ছোট পেশায় জড়িতদের চেয়েও কষ্টে আছেন হিজড়া সম্প্রদায়।

রংপুর টাউন হল মাঠে জার্মান ডক্টরস এর আর্থিক সহযোগিতায় ও লাইট হাউজ এম.এস.এম হিজড়া প্রকপ্লের আওতায় এইসব তৃতীয় লিঙ্গের মানুষের ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

লাইট হাউজ নির্বাহী প্রধান হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী।

এসময় লাইট হাউজ টিম লিডার সালাউদ্দিন, লাইট হাউজ এম.এস.এম প্রকল্প রংপুর ডিআইসি ম্যানেজার শাহাবুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক আব্দুর রহিম সুমন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, আমি মনে করে আপনাদের সকলের বাসস্থান দরকার।

আমি আপনাদের বিষয়টা জেলা প্রশাসককে জানাবো। যদি কোন সুযোগ থাকে তাহলে অবশ্যই পাবেন। আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি যতটা সহযোগীতা করা দরকার আমরা সেটি করবো। লাইট হাউজকে ধন্যবাদ জানাচ্ছি করোনা মহামারীর মধ্যে এরকম উদ্যোগ নেয়ার জন্য। লাইট হাউজের পাশাপাশি তাদের দিকে অবশ্যই সরকারি-বেসরকারি সহযোগিতা পৌঁছানো জরুরি।

তৃতীয় লিঙ্গের হিজড়া গুরু নুরজাহান বক্তরা বলেন, রংপুরের হিজড়াদের বাসস্থানের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। সেই সাথে লাইট হাউজকে ধন্যবাদ জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *