রংপুর বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন তিস্তার চর

সাইদুল ইসলাম-রংপুর প্রতিনিধি::কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে তিস্তার চরে গড়ে উঠা সবজি ক্ষেত শনিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার।

এ সময় কৃষকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব)মোঃ আবদুল ওয়াহাব ভুঁঞা ।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন, অতিরিক্ত পরিচালক রংপুর অঞ্চল খন্দকার আব্দুল ওয়াহেদ, জেলা প্রশাসক রংপুর মোঃ আসিব আহসান, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর ড. মোঃ সরওয়ারুল হক, উপ পরিচালক কৃষি বিপনন অধিদপ্তর রংপুর মোঃ আনোয়ারুল হক, নির্বাহী প্রকৌশলী বিএডিসি রংপুর এএইচএম মিজানুল ইসলাম।

তবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাকিবুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল আলম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, প্রত্যাশার আলোর সম্পাদক সারওয়ার আলম মুকুল, কৃষক স্বাধীন, আঃ খালেক, প্রফুল্ল, মনোয়ারা প্রমূখ।

এরপর বিকালে বিভাগীয় কমিশনার সঙ্গীয় অতিথিবৃন্দ সহ বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার গৃহহীনদের ঘর প্রাপ্তদের সাথে মত বিনিময় করেন। পরে পাকাঘর গুলো পরিদর্শন করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *