লাঞ্চিত সোনার বাংলাদেশ : সিলেটে সাধারণ শিক্ষার্থীরা

দেশব্যাপী ধর্ষণ, খুন সহ নারীর প্রতি সহিংসতা বিদ্যমান। এমনকি বিরতিহীন। এ যেনো আজ অপ্রতিরোধ্য আকারব্ধ আকার ধারণ করছে। এর আড়ালে কাজ করছে অমানবিকতার চর্চা, মানবরূপী হায়েনাদের পৃষ্ঠপোষকতা দান, যথোপযুক্ত বিচারহীনতা।

এর প্রতিবাদে সারা দেশের ছাত্র-শ্রমিক-জনতা সোচ্চার হচ্ছে। তারই ধারাবাহিকতায় সিলেটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ বুধবার (৭ অক্টোবর) সিলেট নগরীর সুবিদবাজার পয়েন্ট হতে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত এক বিক্ষোভ মিছিল পালিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধনে বক্তব্য রাখেন হুসাইন আহমদ রণি, মোজাম্মেল হক রাহী, তাহসিন হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাসলিমুল ইসলাম, রাকিব আহমদ, জুবের, সৌরভ, জয়,লামি,আবিদ,তুহিন,দিরাজ,তানভীর আহমদ,মাহির,নাহিদ,রোম্মান,মাহিন,মাইমুন,রাব্বী,মাজহার প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে সারা দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শহিদের রক্তে অর্জিত স্বাধীন বাংলায় আজ নারীদের পরাধীনতার শৃঙ্খল পরানো হচ্ছে।
সর্বশেষে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান,অবিলম্বে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন পাশ করতে হবে এবং তা যথাযথভাবে প্রয়োগও করতে হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *