হবিগঞ্জের বানিয়াচঙ্গে পুলিশের হাতে গাঁজা সহ যুবক গ্রেফতার। ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ডসহ জরিমানা

রিতেষ কুমার বৈষ্ণব -হবিগঞ্জ জেলা প্রতিনিধি:: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় রুবেল মিয়া (২৫) নামের এক যুবক কে ৩ মাসের কারাদন্ড প্রদান সহ দুইশত( ২০০) টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রুবেল মিয়া উপজেলা সদরের পুরান তোপখানা গ্রামের মোতালিব মিয়ার পুত্র।
১৭ আগস্ট সোমবার সন্ধ্যায় এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান (ঊর্মি) ভ্রাম্যমাণ আদালতে এই সাজা প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায় -গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এস.আই আব্দুর রহমান একদল পুলিশ নিয়ে কামালখানী হাজরাপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী রুবেলকে হাতেনাতে গ্রেফতার করেন।

পরে জব্দকৃত গাঁজাসহ তাকে এসিল্যান্ডের কাছে নিয়ে গেলে ভ্রাম্যমান আাদালত বসিয়ে সাজা দেয়া হয়।

এই বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান গ্রেফতার কালে দুই পুরিয়া গাঁজা পাওয়া গিয়েছে রুবেল মিয়ার কাছে।
গাঁজা সেবন এবং সংরক্ষণের অপরাধে তাকে নিশ্চিত করেছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *