করোনায় এ পর্যন্ত প্রাণ দিলেন ২৪ পুলিশ, আক্রান্ত ৭৩১৪

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশ পুলিশের সবচেয়ে বেশি সংখ্যক সদস্য আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বাহিনীটিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩১৪ জন এবং প্রাণ হারিয়েছেন ২৪ জন।

শনিবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ পুলিশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩১৪ জন। মোট ২৪ জন সদস্য মারা গেছেন। আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) এক হাজার ৯৩৪ জন সদস্য রয়েছেন। মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৭৬৬ জন। আক্রান্ত হয়ে হাসপাতাল বা বাসায় চিকিৎসাধীন আছেন আরও ৩ হাজার ৫৪৮ জন সদস্য।

এআইজি সোহেল রানা আরও জানান, করোনায় সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে রয়েছেন পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪ জন, উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার ৬ জন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদমর্যাদার ৩ জন, নায়েক পদমর্যাদার একজন এবং কনস্টেবল পদমর্যাদার ৯ জন, বাংলাদেশ পুলিশের ইউনিট র‍্যাব সদর দফতরে কর্মরত এসএসএইই /এম (পি) আলী হায়দার আবু এনাম এবং ডিএমপির মিরপুর বিভাগের পল্লবী জোনের সিভিল স্টাফ নিরোধ চন্দ্র।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *