করোনায় সিলেটের হাসপাতালে মুক্তিযোদ্ধার মৃত্যু

সিলেট নিউজ টাইমস্  ডেস্ক :: করোনায় আক্রান্ত হয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুনামগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন জানান, ওই মুক্তিযোদ্ধার (৭৫) গত বুধবার করোনার উপসর্গ দেখা দেয়। এরপর তাঁর অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই নমুনা পরীক্ষার পর জানা যায়, তিনি কোভিডে আক্রান্ত। আজ সকালে তিনি মারা যান। বেলা ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে স্বাস্থ্যবিধি অনুযায়ী দাফন করা হয়েছে।

সুনামগঞ্জে নতুন ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৯ জন, ছাতকে ১২, জগন্নাথপুরে ৫ ও দোয়ারাবাজার উপজেলায় ৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৪৭ জন। আর মারা গেছেন দুজন। এর আগে ১ জুন ছাতকের রাউলি গ্রামের এক বাসিন্দা করোনায় মারা যান

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *