ত্রানসামগগ্রী বিতরণের মধ্যে দিয়ে যাত্রা শুরু করলো কান্ট্রি ফ্রেন্ডস হেল্পপিং সোসাইটি

নিজস্ব প্রতিবেদক – শরিফ গাজী:: মহামারী করোনা ভাইরাস আজ আমাদের স্বরণ করিয়ে দেয় ভূপেন হাজারিকার বিখ্যাত সেই গানের কথা-

মানুষ মানুষের জন্যে,
জীবন জীবনের জন্যে।
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
ও বন্ধু….।

করোনা ভাইরাস (কোভিট-১৯) এর বিস্তাররোধে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। দীর্ঘকালীন সাধারণ ছুটি ও লোক সমাগম না থাকায় অনেক খেটে খাওয়া মানুষ হয়ে পড়েছেন বেকার। অনেকের ঘরেই দেখা দিয়েছে খাদ‌্য সংকট।কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিনযাপন করছেন বস্তি এলাকার মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠী।

এমন পরিস্থিতিতে খাদ্য সামগ্রী নিয়ে
বিপন্ন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে নিজেদের সাংগঠনিক যাত্রা প্রকাশ করলো কান্ট্রি ফ্রেন্ডস হেল্পপিং সোসাইটি।

সংগঠনটির চেয়ারম্যান প্রবাসী
শাহ আলম জানান, বর্তমান পরিস্থতিতে দেশের মানুষের জন্য আমার হৃদয় কাঁদে। তাই পরিস্থিতির স্বীকার দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে বিবেকের তাড়নায় তাদের পাশে দাড়ানোর চেষ্টা করছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুস সাকিব জানান, সংগঠনটির যাত্রার শুরুতেই একটি মহৎ কাজ দিয়ে আমরা শুরু করলাম, করোনা মোকাবেলায় এই সহায়তা সাধ্যানুযায়ী অব্যাহত থাকবে ইনশাহ আল্লাহ।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ইমরান লস্কর বলেন,দেশের বর্তমান ক্লান্তিলগ্নে সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিৎ। আমাদের এ-ই সংগঠন সব সময় অসহায় মানুষের পাশে থাকবে,সমাজের কল্যাণে নিয়োজিত থাকবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *