স্টাফ রিপোর্ট:: একুশ মানেই বাংলা ভাষার চেতনা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্ররা ঢাকার রাজপথে রক্ত ঝরিয়েছিলো ভাষার দাবিতে, সে দিন থেকেই জাতি হিসেবে আমাদের এক নতুন গল্পের শুরু।
এর পর থেকে সেই চেতনা ধারণ করে পালিত হয়ে আসছে ভাষার মাস একুশে ফেব্রুয়ারি। আর এই মাসেই জমে উঠে লেখক,পাঠকদের বই মেলা। নানা বিষয়ের উপর লেখক ও প্রকাশক রা বই প্রকাশ করে থাকেন।
বাংলা একাডেমি অমর ২১শে গ্রন্থমেলায় এবার ভিন্নমাত্রার বই নিয়ে লিখেছেন শিশুসাহিত্যিক ও বাংলাদেশ বেতারের গীতিকার বিদ্যুত রঞ্জন দেবনাথবিদ্যুত রঞ্জন দেবনাথ, শাকসবজি ফলে রোগমুক্তি মিলে, প্রবন্ধ গ্রন্থ প্রকাশ করেছে উৎস প্রকাশন।
কমেন্ট