সড়ক দুর্ঘটনার প্রতিবাদে চৌকিদেখীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক::সিলেট নগরীর সুবিদবাজারে সড়ক দুর্ঘটনার এক নারী নিহত হওয়ার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে প্রতিবাদী জনগণ। বুধবার রাত ৮টা থেকে প্রায় ২ ঘন্টা চৌকিদেখী সড়ক বন্ধ করে রাখে প্রতিবাদী জনতা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে উত্তপ্ত মানুষকে শান্ত করলে রাস্তার অবরোধ তুলে নেয়া হয়।

মঙ্গলবার রাতে সুবিদবাজারে ট্রাকের চাপায় মুনতাহা আক্তার তানিয়া (২৭) নামের এক গৃহবধূ মারা যান।

এর প্রতিবাদে বুধবার রাতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামে এলাকার লোকজন। এসময় তারা দাবি করে বলেন, রাত ১২টার পর শহরের রাস্তায় ট্রাক চলাচল করলে এধরণের দুর্ঘটনা হতোনা। মালবাহী ট্রাক শহরের ভেতর সন্ধ্যা বেলা এমনকি দিনের বেলায়ও চলাচল করে। এতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয় শহরবাসীকে।

এসময় উপস্থিত ছিলেন জাহিদুল হোসেন মাসুদ, হাসনাত চৌধুরী শিপলু,মামুন আহমেদ, সাকিব আহমেদ, নাজমুস সাকিব, রায়হান আহমেদ, মেহবুব আহমেদ, আহরার, শাওন, সাকিব, দিপু, ফারহান, সুজন, জুম্মান, আল-আমিন, নিজাম, দিপু, শাবুদ্দীন, নাসির, হেলাল।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *