সিলেটের জৈন্তাপুর পুলিশের অভিযানে ১৩ জুয়াড়িকে আটক

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেট জৈন্তাপুরে অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। উপজেলার চিকনাগুল এলাকার কুতুব মার্কেটের সুলতান স্টোরে অভিযান পরিচালনা করে জুয়া খেলার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে কয়েকজন বিভিন্ন মামলার আসামী।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২.৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের এস.আই আজিজুর রহমানের নেতৃত্বে চিকনাগুল বাজারের কুতুব মার্কেটের সুলতান স্টোরে অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে আটক করা হয়।

আটককৃতরা হলো- জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মৃত মকবুল আলীর ছেলে সেলিম (৩৮), একই গ্রামের মৃত অনু মিয়ার ছেলে নাসির উদ্দিন (৬৫), কহাইগড় ২য়খন্ড গ্রামের আব্দুর রবের ছেলে বাচ্চু মিয়া (২০), মৃত আব্দুল মজিদের ছেলে মকবুল আলী (৭০), মৃত হাছান আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান (৫৮), আব্দুল লতিফের ছেলে নুর উদ্দিন (৩০), মৃত ওয়াহাব আলীর ছেলে সেলিম উদ্দিন (৩৫), মৃত আব্দুল খালিকের ছেলে শাহিন আহমদ (৪৫), মৃত কুটি মিয়ার ছেলে আব্দুল মালিক (৬০), পানিছড়া কহাইগড় ১মখন্ড গ্রামের হামিদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৬), মৃত আছাব আলীর ছেলে কালা মিয়া (৪২), মৃত লাল মিয়ার ছেলে মানিক মিয়া (৩৫), মৃত ওয়াহাব আলীর ছেলে জহির আলী (৬৩)। এ সময় জুয়াড়ীদের কাছ থেকে জুয়া খেলার উপকরণ, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন, জৈন্তাপুরের আইনশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় তাদেরকে আটক করা হয়েছে। আটকৃতদের মধ্যে অনেকে বিভিন্ন মামলার আসামী। তাদেরকে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *