সিলেটে বিপিএলের টিকিট বিক্রি শুরু হয়েছে বুধবার সকাল থেকে বিক্রি শুরু,সাড়া নেই দর্শকদের

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক::
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে বুধবার সকাল থেকে। সকাল ৯টা থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের টিকেট বুথে চলছে টিকেট বিক্রি। বিক্রি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

অন্যান্যবার সিলেটে বিপিএল’র টিকেটের জন্য দর্শকদের লম্বা লাইন, হাহাকার দেখা গেলেও এবার ঠিক বিপরীত।

বুধবার দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের টিকেট বুথ ঘুরে দেখা গেছে টিকেটের ক্রেতা একে বারে নেই বললেই চলে। বুথে অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। ক্রেতা কম থাকায় ব্যস্ততা নেই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরও।

সিবি সূত্রে জানা গেছে, সিলেটে এছাড়াও প্রতিদিন ম্যাচের পূর্বেও সংগ্রহ করা যাবে বিপিএলের টিকিট।

উল্লেখ্য, এবারের বিপিএল হচ্ছে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। বিপিএলের লীগ পর্বের ম্যাচ গুলো ভাগ করা হয়েছে পাঁচটি পর্বে। ইতো মধ্যে তিনটি পর্ব শেষ করে চতুর্থ পর্বের ম্যাচগুলো খেলতে আগামী ২ জানুয়ারি সিলেট আসছে বিপিএল। অর্থাৎ আগামী ২ জানুয়ারি শুরু হওয়া বিপিএলের সিলেট পর্বের ম্যাচ চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। মানে তিনদিন সিলেটের ক্রীড়ামোদী দর্শকরা মাঠে বসে উপভোগ করতে পারবেন এ ক্রিকেটের এ সংক্ষিপ্ত ভার্সনের ছয়টি ম্যাচ। প্রতিদিন ম্যাচ হবে দুইটা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *