সিলেটে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক-এর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সিলেট করিমউল্লাহ মার্কেটে পত্রিকার অফিসে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘গণমানুষের পত্রিকা দৈনিক ইত্তেফাক। আগামীতেও ইত্তেফাক দেশের মানুষের মানুষের জন্যেই সাংবাদিকতা করে যাবে।ইত্তেফাক বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী। এটি সঠিক পথের নির্দেশনা দিয়ে থাকে। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মানিক মিয়া ছিলেন আদর্শ। তাকে অনুসরণের মাধ্যমে সাংবাদিকতা করেেল দেশ উপকৃত হবে।’

৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক টৌধুরী।

ইত্তেফাকের ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধুরীর পারিচালনায় সুধী সমাবেশে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেটের প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট এইউ শহিদুল ইসলাম, ব্লাস্ট সিলেট এর কো-অর্ডিনেটর এডভোকেট মো. ইফরানুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির (জেপি) জেলা সভাপতি ইফতেখার হোসেন লিমন, করিম উল্লাহ মার্কেটের সত্ত্বাধিকারী ছানাউল্লাহ ফাহিম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ।

বর্ষপূর্তিতে শুভেচ্ছ জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ, লিডিং ইউনিভার্সিটির ভিসি ড.মো. কামরুজাজামান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার ওসি সেলিম মিঞা, এসএমপির মিডিয়ার পক্ষে মো. শফি আহমদ, জেলা পুলিশের পক্ষে মো. রফিকুল ইসলাম, মহানগর যুবলীগ নেতা রিয়াজ কান্তি দাস তপু, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম, এমসি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন খালেদ আহমদ মনছুরী।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মুকতাবিস উন নুর, ইকবাল সিদ্দিকী, আব্দুল মালিক জাকা, আতাউর রহমান আতা, ইকরামুল কবির, আব্দুল কাদের তাপাদার, আমজাদ হোসাইন, সমরেন্দ্র বিশ্বাস সমর, খালেদ আহমদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, আব্দুর রশীদ রেনু, ইকবাল মাহমুদ, কাউসার চৌধুরী, নৌসাদ আহমদ চৌধুরী।

উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা সুফি সুহেল আহমদ, সাংবাদিক মামুন হাসান, নূর আহমদ, মুনশী ইকবাল, জামাল উদ্দিন, সুলতান সুমন, ফটোসাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, ইত্তেফাক সংবাদদাতা. মো আহসান হাবীব, শিপন আহমদ, আবদুল মুমিন ইমরান প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *