ছাতকে ইয়াকুব হত্যা, আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক
সুনামগঞ্জের ছাতকে শিবনগর গ্রামের বাসিন্দা মাওলানা ইয়াকুব আলী হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ বাজারে এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দিঘলী রামপুর গ্রামের বাসিন্দা মঞ্জুর আলমসহ হত্যা মামলার প্রধান আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এসব আসামিরা নির্মমভাবে মাওলানা ইয়াকুব আলীকে হত্যা করেছে। এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত ওই আসামিরা চাঁদাবাজিসহ সকল অপকর্মের সাথে জড়িত রয়েছে।

তবে গুটিকয়েক সন্ত্রাসীর কারণে বৃহত্তর গোবিন্দগঞ্জ এলাকার শান্তিপ্রিয় মানুষ জিম্মি হয়ে আছে। ইয়াকুব আলীকে হত্যাকারী এসব সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে আলোচিত মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছেন বক্তারা। সুবিচারের প্রত্যাশায় এ মামলার ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টিও কামনা করেছেন এলাকাবাসী।

এডভোকেট আবুল কালাম কেনু মিয়ার সভাপতিত্বে এবং আতাউর রহমান এমরান ও এনামুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

এতে সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য নূর আলম। সভা শেষে সন্ত্রাসী হামলায় নিহত মাওলানা ইয়াকুব আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন কাচা মিয়া, উপাধ্যক্ষ মহিউদ্দিন, স্থানীয় মুজিবুর রহমান, আরশ আলী মাস্টার, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জইন উদ্দিন আহার, সামছুল আহমদ মেম্বার, আফরোজ বখত, গৌছ আহমদ, আলী আশরাফ তাহিদ, দিদার আলম মেম্বার, হুসাইনুজ্জামান প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *