মদন মোহন কলেজে ছাত্র ইউনিয়নের ‘মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী’ অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মদন মোহন কলেজ সংসদের উদ্যোগে দিনব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক একটি স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় মদন মোহন কলেজে এ প্রদর্শনী উদ্ধোধন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সরোজ কান্তি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দিতে এই কর্মসূচি আয়োজন করেছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মদন মোহন কলেজ সংসদের সভাপতি অনির্বান রায় বলেন, বাংলাদেশের মুক্তিসংগ্রামের সঠিক ইতিহাস সবার সামনে তুলে ধরতে হবে। ইতিহাস বিকৃতিকারীদের জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
স্বাধীনতার এত বছর পরেও আমরা স্বাধীনতার কাঙ্খিত স্বাদ পাই নি। মুক্তিযুদ্ধের অসমাপ্ত লড়াই আমাদের লড়ে যেতে হবে।

স্থিরচিত্র প্রদর্শনীতে আরো উপস্থিত ছিলেন- খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন কান্তি ধর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচ, ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহথির মোহাম্মদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট মহানগর সংসদের সভাপতি হাসান বক্ত চৌধুরী কাউসার, ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদের সভাপতি ফারাজ আবীর, মদন মোহন কলেজ সংসদের সাংগঠনিক সম্পাদক সৈকত ভৌমিক সহ প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *