দৈনিক সিলেটের ডাকে ভুল তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত শুক্রবার ২২ নভেম্বর ২০১৯ ইংরেজি তারিখে, দৈনিক সিলেটের ডাক পত্রিকায় প্রথম পৃষ্টায় “চোরাচালানের মোবাইল সেটের চালান ‘গায়েব’এ.এস.আই জাহাঙ্গীরসহ ৪জন ৩ দিনের রিমান্ডে” শিরোনামে প্রকাশিত সংবাদে দৈনিক সুদিন পত্রিকার ষ্টাফ রির্পোটার পরিচয়ে মোশারফ হোসেন খান নামে যে ব্যাক্তির নাম উল্লেখ করা হয়েছে। উক্ত সংবাদ প্রকাশ হওয়ার পর, আমাদের পত্রিকার সুনাম হানি হয়েছে। দৈনিক সিলেটের ডাকের রিপোটার সংবাদ পত্রের রীতিনীতি অনুযায়ী, সংবাদ লেখার সময় প্রকৃত তথ্য যাচাই না করে সংবাদটি লিখেছেন এবং প্রকাশক তা প্রকাশ করেছেন। আর এই সংবাদ প্রকাশ করার কারণে আমার পত্রিকার বিরাট আর্থিক ক্ষতিগ্রস্থ ও মানহানি হয়েছে। প্রকৃত পক্ষে পুলিশ কতৃক আটককৃত ব্যক্তির সাথে আমার প্রচারিত দৈনিক সুদিন পত্রিকার কোন প্রকার সর্ম্পক নাই। বর্তমান প্রচারকালীন সময়ে আমার পত্রিকার পরিচয়পত্র/ ভিজিটিং কার্ড প্রদান করা হয়নি।

উল্লেখিত মোশারফ হোসেন খান আমার পত্রিকার কোন বিভাগের সাথে সংশ্লিষ্ট নয়। অবৈধ ভাবে আমার পত্রিকার নাম ব্যাবহার করায় উল্লেখিত ব্যক্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে। তাই উক্ত সংবাদ সঠিক নয়। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ করছি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *