তাহিরপুরে বিজিবির অভিযানে ঘোড়া, গরু ও ব্যাপক ভারতীয় পণ্য আটক

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক

সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় পণ্য আটক করা হয়েছে। বিজিবি-২৮ সূত্রে জানা যায়, মঙ্গলবার বাগানবাড়ী বিওপির একটি টহল দল দোয়ারাবাজার উপজেলাধীন বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ২১,০০০ পিস (৮৪০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি আটক করে।

অপরদিকে একই সময়ে লাউড়েরগড় বিওপির একটি টহল দল তাহিরপুর উপজেলার যাদুকাটা নামক স্থান হতে ৫টি ভারতীয় গরু আটক করে।

বুধবার অপর আরেক অভিযানে চারাগাঁও বিওপির একটি টহল দল একই উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট নামক স্থান হতে ১২০০ কেজি ভারতীয় কয়লাসহ ১টি বারকী নৌকা আটক করে।

একই দিনে চাঁনপুর বিওপির একটি টহল দল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের নয়াছড়া নামক স্থান হতে ২টি ভারতীয় ঘোড়া আটক করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-২৮) পরিচালক মো. মাকসুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ভারতীয় নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, সুনামগঞ্জ এবং কয়লা ও ঘোড়া ও গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *