হিন্দু উত্তরাধিকার খসড়া আইন২০১৯ নিয়ে এফ আই ভি ডি বি’ ও নারীপক্ষ’র আলোচনা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
শনিবার সকালে উন্নয়ন সংস্থা নারী পক্ষ’র আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন ও এফ আই ভি ডি বি’র সহায়তায় কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্র যেহীন আহমদ মিলেনায়তনে এ সভা অনুষ্টিত হয়।

এতে সংঘ প্রক্লপের ম্যানেজার শফিকুল ইসলামের সঞ্চালনায়, এফ আই ভি বি’র স্পেশাল প্রজেক্ট কো-অর্ডিনেটর জিয়াউর রহমান শিপার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী জজ সিলেট সদর মোতাছিম বিল্যাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মানুষের জন্য ফাউন্ডেশন’র পরিচালক রীনা রায়, নারী পক্ষ নির্বাহী সদস্য রিতা দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আইনজীবী’র সাবেক সভাপতি এডঃ ইমাদ উল্লাহ শহীদুল ইসলাম।

আলোচনা সভায় সিলেট বিভাগের আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন, এডঃ সত্যজিৎ কুমার দাস,এডঃ ফারজানা হাবীব চৌধুরী, এডঃঅমিতাভ চৌধুরী, এডঃ রাহিমা আক্তারী মৌরী,এডঃ বিক্রম তালুকদার এডঃ পল্লবী রায়, এডঃ তাহমিনা তাবাসুম, এডঃ রব নেওয়াজ রানা, এডঃ সুতপা পাল, এডঃ জয়শ্রী দাশ জয়া,এডঃপারভীন বেগম লিজা, এডঃ রাজীব মিত্র, এডঃ হাবিবা খানম প্রিয়া, এডঃ মাে : আজমল হােসেন, এডঃ মাে : অজিত কুমার রায়, এডঃ মােহিত লাল ধর, এডঃ মােছা : আছমা বেগম, এডঃ নিলয় কান্তি দাশ, এডঃ মােঃ মাহরাজ উদ্দিন, মােঃ শফি উল্লাহ,এডঃ মােঃ আশিকুর রহমান, সৈয়দ যাদিল উদ্দিন আহমদ,এডঃ আব্দুল ওয়াহিদ,এডঃ প্রনব কান্তি দাস রাকু, এডঃ সৈয়দ মুজিবুল হক,এডঃ স্নিগ্ধা পাল, সংঘ প্রক্লপের, একাউন্টস কর্মকর্তা ওয়াহাব মাছুম, প্রক্লপ অ্যাসোসিয়েট আবু বকর পারভেজ, সুমন ইসলাম,সাবিকুন নাহার, এস সি এম, তন্ময় নাথ তনু, চিত্রশিল্পী সত্যজিৎ চক্রবর্তী প্রমুখ।

সভায় হিন্দু খসড়া উত্তরাধিকার আইন ২০১৯ এর নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, এছাড়াও আইনজীবীগন তাদের মতামত ব্যাক্ত করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *