‘এ রায়ের পর ভারতের মুসলিমরা আরও চাপে পড়বে’

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের অযোধ্যার আলোচিত বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার রায়ে মসজিদ নির্মাণে সরকারকে অন্যত্র পাঁচ একর জমি দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

দেশটির প্রধান বিচারক রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতির ভিত্তিতে শনিবার এই রায় দিয়েছেন।

রায়কে নিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানে চলছে আলোচনা-সমালোচনা।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি বলেছেন, বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টের রায় মোদি সরকারের ধর্মান্ধ আদর্শের প্রতিফলন।

তিনি বলেন, ভারতে এখনও মুসলিমরা অনেক চাপের মধ্যে বাস করছেন। আর এই দেশটির সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ভারতে বাস করা মুসলিমদের আরও চাপের মধ্যে ফেলে দেবে।

ভারত-পাকিস্তানের কর্তারপুর করিডর ঘিরে যখন অনন্দময় পরিবেশ, তখনই আলোচিত এই মামলার রায়ের বিষয়টিকে ভালোভাবে দেখছে না ইমরান খানের সরকার।

কুরেশি জানিয়েছেন, কেন এই সময়টিকেই বেছে নেয়া হল। পুরো বিষয়টি খুবই অসংবেদশীল। তারপরই তিনি জানিয়েছেন, সম্পূর্ণ ঘটনায় তিনি মর্মাহত।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *