হবিগঞ্জ হাসপাতালে দুদক, ২০ ডাক্তারের ৫ জন উপস্থিত

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

এ সময় হাসপাতালে কর্মরত ২০ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৫ জনকে উপস্থিত পান দুদক কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এরশাদ।

দুদক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সদর আধুনিক হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্টাফরা নিয়মিত উপস্থিত থাকেন না। আবার হাসপাতালে উপস্থিত থাকলেও নিজে বিশ্রাম নিয়ে ইন্টার্নিদের দিয়ে চিকিৎসাসেবা প্রদান করে থাকেন। এমন অভিযোগ জানতে পারে দুদক।

এর প্রেক্ষিতে অনেকবার দুদক কর্মকর্তারা কৌশলে সাদা পোশাকে হাসপাতাল পরিদর্শন করেন। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার সদর হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় হাসপাতালে কর্মরত ২০ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৫ জন চিকিৎসককে উপস্থিত পান দুদক কর্মকর্তারা। তাও আবার তাদের নিজ কক্ষে পাওয়া যায়নি।

পরে দুদকের অভিযানের খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে হাসপাতালে হাজির হন চিকিৎসকরা। এ সময় দুদক তাদের কাছে উপস্থিতির বিষয়ে জানতে চাইলে নামাজসহ বিভিন্ন অজুহাত দেখান তারা।

এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. এরশাদ বলেন, বেশ কয়েকদিন ধরে দুদক কর্মকর্তারা বিভিন্ন কৌশলে সদর হাসপাতালের বিষয়ে পর্যবেক্ষণ করছিলেন। এ সময় ডাক্তার ও স্টাফদের অনুপস্থিতিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। তাই এ অভিযান চালানো হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *