‘শরীফ গাজী’
রুমা দাশ পড়শি সম্পাদিত ছোটদের কাগজ “ইচ্ছে ডানা” দুই বাংলার ( ভারত ও বাংলাদেশ এবং প্রভাসী) বিশিষ্ট ও জনপ্রিয় নবীন প্রবীন লেখকদের চমৎকার লেখনী নিয়ে তৈরী করা হয়েছে। শিশু-কিশোরদের কথা চিন্তা করে ছন্দে ছন্দে সাজানো চমৎকার ছোটদের কাগজ “ইচ্ছে ডানা” প্রকাশিত হয়েছে ।
যারা ছোট কাগজ ইচ্ছে ডানা লেখা দিয়ে বইটি সাজিয়েছেন তারা হচ্ছেন,”ছোটদের কাগজ “ইচ্ছে ডানা”সম্পাদক: রুমা দাশ পড়শি।
এবং উপদেষ্টা সম্পাদকে রয়েছেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ছড়াকার ও গীতিকার সিরাজ উদ্দিন শিরুল। নির্বাহী সম্পাদক: এস বি বিপুল।
প্রচ্ছদ করেছেন: অচিন্ত্য আয়মান। বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে ইমন শাহ্ এর প্রতি।
দুই বাংলার বিশিষ্ট ও জনপ্রিয় নবীন প্রবীন লেখকদের চমৎকার লেখনী নিয়ে তৈরী হয়েছে ইচ্ছে ডানা। ছোটদের কাগজ ইচ্ছেডানা’র সূচনা সংখ্যায় লেখা রয়েছে,নিবন্ধ লিখেছেন শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ।
গল্প: কথাসাহিত্যিক সেলিনা হোসেন,আমীরুল ইসলাম,খন্দকার মাহমুদুল হাসান,আলী আসকর,সমর পাল,শামীমা এম রিতু।
ছড়া ও কবিতা: লুৎফর রহমান রিটন,মোস্তফা মাসুদ, সুজন বড়ুয়া, জসীম মেহবুব, ফারুক নওয়াজ, রহীম শাহ, হাসনাত আমজাদ, রাশেদ রউফ,আহসান মালেক,উৎপলকান্তি বড়ুয়া, আহমেদ জসিম, জাহাঙ্গীর আলম জাহান, এমরান চৌধুরী,হান্নান আহসান, জুলফিকার শাহাদাৎ,শচীন্দ্রনাথ গাইন,আবদুল হামিদ মাহবুব, বাসুদেব খাস্তগীর, চন্দনকৃষ্ণ পাল,ইভা চক্রবর্তী,
জয়নাল আবেদীন জুয়েল,রানা জামান, পরিতোষ মণ্ডল,এম এ মাহমুদ মেঘ, আ.ফ.ম. মোদাচ্ছের আলী, ইসমাইল জসীম, সনজিত দে,সৈয়দ হিলাল সাইফ, অজিত রায় ভজন, হিমাংশু বর্ধন হিমু,বিজনকান্তি বণিক, সঞ্চয় দাশ সঞ্জিত, জগলুল হায়দার,প্রত্যয় হামিদ,লোকমান আহম্মদ আপন, সাইফুর রহমান লিটন, সিরাজ উদ্দিন শিরুল,অষ্টপদ মালিক, ইমরান পরশ, জ্যোর্তিময় সরদার, গোলাম নবী পান্না, চিত্তরঞ্জন সাহা চিতু, বশির আহমদ জুয়েল, সুজন সাজু, মোরশেদ কমল,শংকর দেবনাথ, সৈয়দ খালেদুল আনোয়ার, আসাদুজ্জামান আসাদ, শারমিন সুলতানা রীনা, জুবাইর জসীম, জেরিনা কোরেশী শিরিন, ইফতেখার হালিম, লুৎফুর রহমান, পঞ্চমী গোল, শেলীনা আকতার খানম,আরিফ নজরুল,অপু চৌধুরী, এমএ ফাত্তাহ,মঈন মুরসালিন, কাজী শাহেদ বিন জাফর, রওশন আরা বাঁশি, আখতারুল ইসলাম, রাসু বড়ুয়া,মহিউদ্দিন বিন্ জুবায়েদ, বাদল মেহেদী,মাঈনুদ্দিন মাহমুদ,ইয়াকুব আলী রনী, মাহবুবুর রহীম,ছালিক আমীন, মো. খালেদ মিয়া,এস.বি বিপুল, নাঈমা সুলতানা রুনা, জয়নব জোনাকি, হামীম রায়হান রুমা দাশ পড়শি। গ্রন্থালোচনা করেছেন জয়নাল আবেদীন শিবু। বইটি মূল্য রাখা হয়েছে, ৩০ টাকা।