নবীগঞ্জের বিশিষ্ট সাংবাদিক এম এ আহমদ আজাদের মাতার দাফন সম্পন্ন

নিজেস্ব প্রতিনিধি
দৈনিক সমকাল পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ এর মাতা অলিমা বিবি (৭০) এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণ দৌলতপুর লতিফিয়া ক্যাডেট মাদরাসা মাঠে জানাযার নামাজ শেষে দাফন কাজ সম্পন্ন হয়। এর আগে বুধবার সকাল ১১ টায় তিনি মৌলভীবাজার জেলা সদর আধুনিক হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক আজাদের মাতা অলিমা বিবি। তাৎক্ষণিক তাঁকে মৌলভীবাজার সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন
অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক মাত্র পুত্র সন্তান সাংবাদিক এম এ আহমদ আজাদ ও ১ কন্যা সন্তান এবং নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামের পাশ্ববর্তী দক্ষিণ দৌলতপুর লতিফিয়া ক্যাডেট মাদরাসা মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে অংশ গ্রহন করেন, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক, চাকুরীজীবি সহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মুসল্লিগন।
গণ্যমাধ্যমে প্রেরিত পৃথক শোকবার্তায় মরহুমার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ,সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া,সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী,সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম
চৌধুরী , ন’মৌজা কলেজের সম্মানীত প্রিন্সিপাল , বাংলাদেশ আওয়ামীলীগ নবীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যাপক মুজিবুর রহমানসহ ,নবীগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *