সীমান্ত হত্যায় ভারতকে দোষারোপ না করে নিজেদেরও দায়িত্বশীল হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক
সীমান্ত হত্যা বন্ধে ঢালাওভাবে ভারতকে দোষারোপ না করে নিজেদেরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্প্রতি সীমান্তে হত্যাকাণ্ড উল্লেখযোগ্য হারে কমে গেছে। আর যারা মারা যাচ্ছে, তাদের অধিকাংশই অবৈধভাবে ভারতে যায়। চোরাকারবারির সাথে জড়িত। অবৈধভাবে ভারত যাওয়া কমালে সীমান্ত হত্যা কমে যাবে বলে মন্তব্য করেন ।
তিনি বলেন, চুরি বন্ধ করুন। সরকার কিন্তু কাউকে মারতে চা না। তবে আমাদের দায়িত্ববান হতে হবে। অবৈধভাবে ভারত যাওয়া কমালে সীমান্ত হত্যা বন্ধ হবে।

মোমেন জানান, ২০০১-২০০২ ও ২০০৩ সালে প্রতিবছর শতাধিক লোক মারা যেত। কিন্তু গত বছর মাত্র ৩-৪ জন লোক মারা গেছে। ভারতে পানি ও গ্যাস দেওয়া নিয়ে মানুষের মধ্যে তথ্যবিভ্রাট রয়েছে বলেও এক প্রশ্নের জবাবে জানান মন্ত্রী।

তিনি বলেন, ফেনী নদীর পানির চুক্তির মাধ্যমে ভারতকে দায়বদ্ধতার মধ্যে ফেলেছে বাংলাদেশ। এটা বাংলাদেশের মহানুভবতা। মন্ত্রী আরও বলেন, আমদানিকৃত গ্যাস বাংলাদেশ রূপান্তর করে ভারতে বিক্রি করবে। এতে উল্টো বাংলাদেশই লাভবান হবে।শনিবার দুপুরে একদিনের সফরে সিলেট আসেন পররাষ্ট্রমন্ত্রী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *