জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিলেন মহানগর হাকিম হরিদাস কুমার

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেটে লেখক অধ্যাপক জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিয়েছেন আসামিদের জবানবন্দি গ্রহণকারী মহানগর হাকিম। সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসার আদালতে বৃহস্পতিবার এই সাক্ষ্য দেন হাকিম হরিদাস কুমার।

আদালতের পিপি মাসুক আহমদ জানান, হাকিম হরিদাস কুমার মামলার ছয় আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। আগামী ২১ মে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে আদালত।

এ নিয়ে ৫৬ জনের মধ্যে দুইজনের সাক্ষ্য নেওয়া হলো। এর আগে গত ২১ মার্চ মামলার বাদী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রথম সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণের সময় আদালতে মামলার প্রধান অভিযুক্ত ফয়জুল হাসানসহ ছয় আসামি উপস্থিত ছিলেন।

গত বছরের ৪ অক্টোবর অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচারকাজ শুরু হয়।তারও আগে ২৬ জুলাই ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম।

২০১৮ সালের ৩ মার্চ বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর হামলা হয়। মাদ্রাসা ছাত্র ফয়জুল হাসানকে হামলার সময় হাতেনাতে ধরে ফেলেন অনুষ্ঠানের অতিথি ছাত্র-শিক্ষকরা।

এ ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে ওই দিন রাতেই সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় মামলা করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *