সিলেট ওসমানী হাসপাতালে লুৎফুজ্জামান বাবর কে পাঠানো হয়েছে

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল  কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ১১টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে সিলেট ওসমাানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল জানান, একজন কয়েদির নিয়মিত চেকআপের অংশ হিসেবে লুৎফুজ্জামান বাবরকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

তার উন্নত চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসকরা দেখবেন। বাবরের যে শারীরিক অবস্থা, তাতে মনে হয় না তাকে ঢাকায় নেয়া লাগবে।

লুৎফুজ্জামান বাবর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আবু নাঈম আহমেদের অধীনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

কারাগার সুত্রে জানা যায়, সিলেটসহ বিভিন্ন আদালতে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে মামলা রয়েছে এবং ইতিমধ্যে কয়েকটি মামলায় মৃত্যুদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *