প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পরিকল্পনামন্ত্রীর

নিউজ ডেস্ক:: প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল (২ মার্চ) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি’র আয়োজনে ‘ওয়ার্ল্ড এনআরবি কনফারেন্স-২০১৯’ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, কৃষি, শ্রমশক্তি ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি।

তিনি জানান, তাই প্রবাসীদের আকৃষ্ট করতে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা।

বিডার চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, বিশেষ গুরুত্ব দিয়ে প্রবাসীদের বিনিয়োগে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত বিডা।

সেমিনারে এফবিসিসিআই সভাপতি বড় প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়নের আহ্বান জানান। এছাড়া, শুধু পোশাক শিল্পের ওপর নির্ভরতা কমিয়ে অন্যখাতগুলোতে রফতানি আয় বাড়ানোর তাগিদ দেন তিনি।

সেমিনারে প্রবাসীদের কাজের স্বীকৃতি দেয়া দাবি, বৈধপথে রেমিট্যান্স পাঠানো, দক্ষ জনশক্তি গড়ে তোলার মত বিষয়গুলো উঠে আসে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *