ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট, দক্ষিণ সুরমায় যুবক গ্রেফতার

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক::  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরো কয়েকজন মন্ত্রী, সাংসদ এবং প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে কুরুচিপূর্ণ ছবি পোস্ট, শেয়ার ও রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে দক্ষিণ সুরমায় এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

সোমবার রাত ৯টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে মাসুম আহমেদ (৩৭) নামে ঐ যুবককে গ্রেফতার করা হয়।

মাসুম আহমেদ (৩৭) দক্ষিণ সুরমার শেখের গাও এলাকার আব্দুল মহিতের ছেলে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানোে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত মাসুম দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যক্তি বর্গসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানিকর ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এছাড়াও তার ফেসবুক আইডি থেকে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত করার লক্ষ্যে ক্রমাগত তৎপরতা পরিচালনার প্রমান পাওয়া যায়। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরপূর্বক তাকে সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *