সুনামগঞ্জে গোমাই নদীতে নাব্যতা সংকট : নৌ চলাচল চরম ভোগান্তির

নিজস্ব প্রতিনিধি :: সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলার মধ্যনগরের গোমাই নদীতে নাব্যতা সংকটের কারণে নৌযান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন নৌকায় থাকা শ্রমিকরা। তবে পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বালু-পাথর ব্যবসায়ীরা।

সুরমার একটি শাখা এই গোমাই নদী। মধ্যনগর হয়ে পার্শ্ববর্তী নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার সোমেশ্বরী নদীতে মিলিত হয়েছে এটি। প্রতিদিন মালবাহী নৌকা চলাচল করে এই নৌপথে। বিগত কিছুদিন যাবৎ গোমাই নদীতে নাব্যতা সংকটে নৌ চলাচল বন্ধ হওয়ার মতো অবস্থা হয়েছে।

নৌশ্রমিকদের সাথে আলাপকালে তাদের কাছ থেকে জানা যায়, নদীর পানি কমে যাওয়াতে মালামাল পরিবহনে মারাত্মক ব্যাঘাত ঘটছে। সঠিক সময়ে আমরা মালামাল গন্তব্যে পৌঁছে দিতে পারছি না।

মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, দ্রুততার সহিত নদীটি খনন করা উচিত।

স্থানীয়রা বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় জরুরিভিত্তিতে গোমাই নদীটি খনন প্রয়োজন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *