লাউয়াছড়ায় ট্রেনের ধাক্কায় মরলো মায়াহরিণ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের ধাক্কায় ফের মরলো মায়াহরিণ। বুধবার ভোরে দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় হরিণটি মারা যায় বলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্র জানিয়েছে।

মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, ‘বেলা ১১টার দিকে রেললাইনের উপর হরিণটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেথে উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে রাতেই হরিণটি মাটিচাপা দেওয়া হবে।’

লাউয়াছড়া জাতীয় উদ্যানের বুক চিরে চলে গেছে রেলনাইন এবং সড়কপথ। এ কারণে প্রতি বছর রেললাইনে কাটা পড়ে এবং সড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা পড়ছে অসংখ্য বন্যপ্রাণী।

তাই লাউয়াছড়ার মূল্যবান জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে রেলপথ ও সড়কপথটি অন্যত্র স্থানান্তর করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য পরিবেশবাদীদের।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *