৩০টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে প্রায় ২৯ হাজার ভোটে এগিয়ে ড.মোমেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। অনেক কেন্দ্র থেকে আসতে শুরু করেছে ফলাফলও। সিলেট-১ (সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) আসনে পাওয়া সর্বশেষ খবরে ৩০টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে প্রায় ২৯ হাজার ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেন।

রোববার সন্ধ্যায় মোমেনের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে ঘোষীত ফলাফলে এ তথ্য জানা যায়। ৩০ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ড. এ কে আব্দুল মোমেন পেয়েছেন ৪৬ হাজার ৪৯৩ ভোট আর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন ১৭ হাজার ০৬১ ভোট।

এর মধ্যে বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির তার নিজ কেন্দ্রে আওয়ামী লীগের মোমেনের কাছে ধরাশায়ী হয়েছেন। নগরীর সারদা হলের অস্থায়ী কেন্দ্রে মোমেন পেয়েছেন ১১৫২ ভোট। আর মুক্তাদির পান ৫৮৪ ভোট।

রোববার সকালে এ কেন্দ্রে ভোট দিয়েছিলেন খন্দকার মুক্তাদির। আর মোমেন ভোট দেন দুর্গাকুমার বিদ্যানিকেতনে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *