সিলেটের প্রতিটি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণের নির্বাচনী সরঞ্জমাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। শনিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে সিলেট-১ (সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) আসনের কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে রওয়ানা হয়েছেন।

এছাড়া জেলার ৫টি সংসদীয় আসনের ভোটগ্রহণের সরঞ্জাম স্ব স্ব উপজেলা নির্বাচন অফিস থেকে বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিলেটের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম জানান, ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। বিকাল নাগাদ সেগুলো প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে। ওইসব মালামাল নিরাপত্তার মধ্যে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের জন্য ফরম, স্টেশনারী, ব্যালট পেপার, বক্সসহ অর্ধশতাধিক নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।

রোববার সকাল আটটায় শুরু হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে মোট আসন সংখ্যা ৬টি। ৬ আসনে মোট প্রার্থী হচ্ছেন ৪৪ জন। জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লক্ষ ৫২ হাজার ৭৬৪ জন। মোট উপজেলা ১৩টি এবং সিটি করপোরেশন একটি।

ভোটে সিলেট জেলায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ৪৪, নিয়োজিত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১৪ জন। সেনাবাহিনীর ১৪টি ইউনিট সিলেটে মোতায়েন রয়েছে। এছাড়া বিজিবি ২৯.৫ প্লাটুন বিজিবিও নির্বাচনের মাঠে রয়েছে।

এছাড়া নির্বাচনে মোট ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্বে আছেন ১৫ হাজার ২শত ৫৪ জন। মোট রিজার্ভ ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে আছেন ১৫ হাজার ২৫ জন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *