ভোটাধিকার প্রয়োগে বাধা দিলে কঠোর ব্যবস্থা: র‌্যাব ডিজি

নিউজ ডেস্ক::  র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ভোটাধিকার প্রয়োগে যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার ঠাকুরগাঁওয়ে ধর্মীয় সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন। র‍্যাব মহাপরিচালক বলেন, নির্বাচন এলেই একশ্রেণির সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালায় ও ভয়ভীতি দেখায় ভোট না দেয়ার জন্য। কিন্তু ভোটাধিকার প্রত্যেকের সাংবিধানিক অধিকার। এ ভোটাধিকার প্রয়োগে যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বেনজীর আহমেদ বলেন, ভোটকেন্দ্রে কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ছাড়া সংখ্যালঘুসহ সারা দেশে ভোটাররা যাতে নিবিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, তার সার্বিক ব্যবস্থা নিয়েছে র‍্যাব, বলেন তিনি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *